দিনাজপুরের ঘোড়াঘাটে দীর্ঘ ২৮ বছর চাকরি জীবনে বাংলাদেশের অসংখ্য থানায় পুলিশ এসআই পদে চাকরি করেছি। শত শত পুলিশ এসআই ও কনস্টেবলকে অবসরে যেতে দেখেছি। চাকরি জীবনে পুলিশ অবসর গ্রহণকালে পুলিশের পক্ষ থেকে বিদায় অনুষ্ঠান করতে কখনো দেখিনি। ঘোড়াঘাট থানায় কর্মরত এক পুলিশ এসআই অবসর গ্রহণ উপলক্ষে আয়োজিত বিদায় সংর্বধনা অনুষ্ঠানে আবেগ আপ্লুত হয়ে সাংবাদিকদের কথাগুলো বলেন বিদায়ী এসআই আবুল কালাম আজাদ।গতকাল ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে ওসি (তদন্ত) মমিনুল ইসলাম পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংর্বধনা অনুষ্ঠানে কর্মগুণে মনজয়ী এসআই আবুল কালামকে শ্রদ্ধা, ভালবাসা আর ফুলের শুভেচ্ছায় বিদায় জানান ঘোড়াঘাট থানা পুলিশ।এসময় বিদায়ী এসআই আবুল কালাম বলেন, একজন এসআই অবসর উপলক্ষে এত আয়োজন দেশের কোথাও দেখিনি। জীবনে কখনো কল্পনা করিনি এত সম্মান, এত ভালবাসা, এত উপহার দিয়ে আমাকে আনুষ্ঠানিক বিদায় দেয়া হবে।পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে পরিদর্শক উপ-পরিদশকসহ সহকর্মী পুলিশদের দেয়া বিরল ভালোবাসার আবেগে আপ্লুত হয়ে বলেন, বিদায় কালে আমি প্রাপ্তিতে পরিপূর্ণতা পেয়েছি। দেশের সকল থানায় পুলিশ কর্মকর্তারা যেন ঘোড়াঘাট থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের মত অহিংস ও পুলিশ দরদি হয়, অপ্রতাশিত বিদায় অনুষ্ঠানে দেয়া অপ্রতাশিত ভালবাসায় মনোমৃগ্ধ আবুল কালাম আবেগের স্রোতে তার এই প্রত্যাশার কথাটিও জানান।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন ও ওসি (তদন্ত)মমিনুল ইসলাম বিদায় অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বিদায়ী আবুল কালাম কর্মগুণের প্রশংসা করেন। এসময় তিনি উপস্থিত পুলিশের এস আই, এ এস আইসহ সকল পুলিশ সদস্যকে আবুল কালাম ন্যায় যথাযথ দায়িত্ব পালনে সচেষ্ট হতে বলেন। বিদায়ের আগে আবুল কালাম আজাদের গলায় ফুলের মালা পড়িয়ে দেন। পরে হাতে ফুলের তোড়া ও উপহার সামগ্রী তুলে দেন থানা পুলিশের অন্যান্য অফিসাররা। শেষ মুহুর্তে ফুল দিয়ে সজ্জিত থানা পুলিশের গাড়িবহরের মাধ্যমে তাকে গন্তব্য স্থানে পৌঁছায়ে দেন ওসি আজিম উদ্দিন।