সিএনসি’র আলোচনা সভায় বক্তারা
গত সোমবার রাতে সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) আয়োজিত ‘ আসুন আমরা সবাই ভাল মানুষ হই’ শীর্ষক অন লাইন ভিত্তিক আলোচনা সভায় বক্তারা বলেন,সুন্দর পৃথিবী গড়তে হলে আমাদের সবাইকে ভাল মানুষ হতে হবে। মানুষ সৃষ্টির সেরা জীবন। অন্যান্য জীবের সাথে মানুষের পার্থক্য হলো মানুষকে সৃষ্টিকর্তা বুদ্ধি-বিবেচনা, বিবেক ও জ্ঞান দিয়েছেন। এই বিবেক জাগ্রত করতে অধ্যয়নের বিকল্প নেই। আমাদের সবাইকে ধর্মীয় ও নৈতিক জ্ঞান অর্জনের জন্য যার যার ধর্মগ্রন্থ অধ্যয়ন করতে হবে।
আমরা যারা মুসলিম তাদেরকে পবিত্র কোরআন এবং অন্য ধর্মের অনুসারীদের তাদের স্ব স্ব ধর্ম গ্রন্থ অধ্যয়ন ও অনুশীলন করতে হবে। সাথে সাথে ইতিহাস ও সংবিধানের জ্ঞান অর্জন করতে হবে। নিজের অধিকার ও দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হবে। এজন্য সংবিধান পড়ার বিকল্প নেই। নিজের শিকড় সন্ধানের জন্য ইতিহাসের জ্ঞানও জরুরি। অর্জিত জ্ঞানের আলোকে জীবন গড়তে হবে এবং কাজে কর্মে তার প্রতিফলন ঘটাতে হবে,তবেই আমরা ভাল মানুষ হয়ে সুন্দর পৃথিবী ও সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা পালন করতে পারব।
সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি)’র নির্বাহী পরিচালক মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনায় বক্তব্য রাখেন এডভোকেট তাসমিন রানা ও হারুন ইবনে শাহাদাত । অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এন আই খান মামুন।