চট্টগ্রামের লোহাগাড়া পদুয়া নাওঘাটা মাঝের দোকান সংলগ্ন নাম মাত্র একটি কেজি স্কুল রক্ষার নামে
লোহাগাড়ায় ভূমিদস্যু কর্তৃক জবর দখল ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও এলাকার জনসাধারণ। ১৩ জানুয়ারী সকাল ১১ টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন ভুক্তভোগী ও এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্যে মোঃ শাহ আলম বলেন, গত ১০ জানুয়ারী স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু নুরুল আবছার সহ এলাকার কিছু চিহ্নিত দখলবাজ একজোট হয়ে বে আইনি ভাবে আমাদের পারিবারিক জায়গা- জমি জবরদখল চেষ্টা চালায়। এতে আমরা স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বাঁধা দিলে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। ইতোপূর্বে সন্ত্রাসীরা আমাদের পারিবারিক আরো সম্পত্তি দখল করে দোকান পাট ও নাম মাত্র একটি কেজি স্কুল গড়ে তোলে। এবিষয়ে ভুক্তভোগী রহমতুল্লাহ বাদী স্থানীয় জাকারিয়া, জিয়াবুল হক, শহর মুল্লুক, গোলাম কিবরিয়া, রহিমা আক্তার, সাদিয়া আক্তার, হারুনুর রশিদ, মামুনুর রশীদ, সহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। যা লোহাগাড়া থানার এস আই দেলোয়ার হোসেনের তদন্তাধীন। তবুও তারা শিক্ষা প্রতিষ্ঠানে হামলার নামে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং এলাকার চিহ্নিত ভূমিদস্যু দের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।