মীরসরাইয়ের জোরারগঞ্জে মাদক পরিবহনের সময় একটি মাইক্রোবাস সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার ১২ জানুয়ারি দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট-করেরহাট সড়কের ২নং হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা মাইক্রোবাসে থাকা ১৩০ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত নোহা মাইক্রোবাস (নং- চট্ট-মেট্রো-চ১১-২৪০৩) জব্দ করা হয়। হিঙ্গুলীতে মাদক পরিবহনে ব্যবহৃত জব্দকৃত মাইক্রোবাস থানায় নিয়ে যাওয়া হয়।আটককৃতরা হল- ফেনী জেলার ছাগলনাইয়া থানার মধ্যম জয়পুর এলাকার কাশেম সওদাগর বাড়ীর মো.সেলিমের ছেলে মাঈন উদ্দিন(২৩) ও জোরারগঞ্জ থানাধীব পূর্ব হিঙ্গুলী এলাকার শামছুল হকের ছেলে জহুরুল ইসলাম প্রকাশ রুবেল(২৮)। এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হিঙ্গুলীর আজম নগর এলাকায় অভিযান পরিচালনা করে একটি মাইক্রোবাসসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।তাদের জিম্মায় থাকা ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, মাদক গুলো বিক্রয়ের উদ্দেশ্য চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল।এ ঘটনায় থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।