কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষকদের ফসল মাড়াই সংক্রান্ত সমস্যা দূর করতে বিনামূল্যে ২৫ লাখ টাকার মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩২টি মাড়াই যন্ত্র বিতরণ করা হয়। প্রতিটি মাড়াই যন্ত্রের মূল্য প্রায় ৮০ হাজার টাকা। শিলখুড়ি ইউনিয়নের কৃষক মোফাজ্জাল হোসেন জানান, পাওয়ার থ্রেসার পাওয়ায় এখন ধান ও গম মাড়াই করতে সুবিধা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, কৃষকদের ধান ও গম মাড়াই সমস্যা লাঘব করতে ৩২টি পাওয়ার থ্রেসার (মাড়াই যন্ত্র) বিতরণ করা হয়েছে। এছাড়া পরবর্তীতে আরো ৩২টি পাওয়ার থ্রেসার বিতরণ করা হবে। বিতরণকালে সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর আলম ও উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।