পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন,চরফ্যাশনের উন্নয়ন ঢাকা বসে বহু এমপি মন্ত্রীর মুখে শুধু শুনে আসছি আজ বাস্তবে দেখে আমি অভিভূতও আনন্দিত। অবহেলিত চরাঞ্চলে এত উন্নয়ন করে সৌন্দয্য করা যায় এটা আমার জানা ছিলে না। এই এলাকার উন্নয়নে দেখে নিজ এলাকা উন্নয়নের অগ্রগতি বাড়ছে। গতকাল বিকাল ৩ টায় চরফ্যাশন ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত সরকারি টি,বি স্কুল মাঠে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন। শাহরিয়ার আলম এমপি আরো বলেন, খেলাধুলা অপরাধ প্রবণতা কমায় স্বাস্থ্যের উপকার হয়।শুধু খেলাধুলা নয় আওয়ামীলীগ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে পাল্টে গেছে দেশের সার্বিক দৃশ্যপট। তিনি আরো বলেন, প্রত্যন্ত গ্রামগুলো এখন শহরের আদলে পরিণত হয়েছে উল্লেখ করে বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, চরফ্যাশন উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়নের চিত্র দেখে আমি মুগ্ধ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই চরফ্যাশন। আমি আপনাদের প্রিয় নেতার উন্নয়নের কথা দূর থেকে শুনে এখানে আসার ইচ্ছা পোষণ করেছি। এ অঞ্চলের ঐতিহ্য কৃষি, মৎস্য, নদী। এখানে পর্যটন শিল্পের সম্ভাবনা খুব উজ্জ্বল। যার প্রমাণ বাংলাদেশের নদীমাতৃক এলাকায় উন্নয়নের ঝলক ভোলা-৪ আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব দেখিয়ে দিয়েছেন। সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর পৃষ্ঠপোষকতায় এই খেলা ৮টি দল অংশ গ্রহন করেছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুলাহ আল ইসলাম জ্যাকব এমপি’র সভাপতিত্বে ফাইনালে বেগম রহিমা ইসলাম কলেজ ২২৫রান করে বিজয় হয়েছেন শেষে বিজয়ীদের পুরষ্কারের ট্রপি তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি ও এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। জ্যাকব বলেন শেখ হাসিনার দৃঢ়তার কারনে বাংলাদেশ এখন অপার সম্ভাবনার দেশ। মুজিব বর্ষে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গৃহহীন ৭০ হাজার পরিবারকে জমিসহ ঘর দেয়ার দৃষ্টান্ত বিশ্বে বিরল। এই সরকারের আমলে পর্যায়ক্রমে গৃহহীন মানুষ মুজিব বর্ষের উপহার হিসেবে আরও পাকা ঘর পাবেন। এদেরকে সরকার ঋণ প্রদান ও প্রশিক্ষনের মাধ্যমে আত্মজীবিকা নির্বাহে সক্ষম করে তুলবে।