দলে অবস্থান ছিল নড়বড়ে। এই আছি এই নাই। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বদলে দিয়েছে সব। বল হাতে সাত উইকেট নিয়ে আলো কেড়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। তার পুরস্কার হাতে নাতে পেয়েছেন তিনি। আইসিসি ওয়ানডে বোলার র্যাংকিংয়ে এক লাফে এগিয়েছেন নয় ধাপ। অবস্থান চতুর্থ। যা মিরাজের ক্যারিয়ার সেরা র্যাংকিং। এমন সাফল্যে যেমন খুশি মিরাজ, তেমনি বিস্মিতও।
প্রতিক্রিয়ায় বিসিবির পাঠানো ভিডিওতে মিরাজ জানান তার অভিব্যক্তি। যেখানে তিনি বলেন, এমনটি তিনি চিন্তাও করেন না। তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। আমি আসলে চিন্তাও করতে পারিনি সেরা পাঁচে থাকতে থাকব। আল্লাহর অশেষ রহমতে খুব ভালোই লাগছে যখন শুনতে পেরেছি। সতীর্থরা উইশ করেছে, খুব ভালো লাগছে।’
মিরাজ বলেন, ‘যখন আমি টেস্ট ক্রিকেট খেলা শুরু করেছি, আমার চিন্তা ছিল যে শুধু আমি লাল বলেই খেলব না, সাদা বলেও খেলব। আমি ওইভাবে মানসিক প্রস্তুতি নিয়েছি। চেষ্টা করেছি ওয়ানডে ক্রিকেট খেলতে হলে কীভাবে ভালো করতে হবে এবং আমার কোন কোন জায়গায় উন্নতি করতে হবে।’
‘চিন্তা করেছি ওয়ানডে ক্রিকেট খেলতে হলে আমার বোলিং ইকোনমিটা ঠিক রাখতে হবে এবং ব্রেক থ্রু দিতে হবে মাঝে মধ্যে যখন টিমের প্রয়োজন হয়। ওইটা নিয়েই চেষ্টা করছি এবং আমি যখন বোলিং করি চেষ্টা করি দলের প্রয়োজনে ইকোনমিটা ঠিক রাখার জন্য। যদি টিমের প্রয়োজন হয় ব্রেক থ্রু এনে দেওয়ার জন্য, এটাই আমি সব সময় চেষ্টা করি।’