রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরের পদ্মা নদীতে ধরা পড়েছে ৩৪ কেজি ২০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা একটু লাভের আশায় ঘাটের দেলোয়ার সরদারের আড়ত থেকে ১২শ টাকা কেজি দরে ৪১ হাজার টাকায় ওই বাঘাইড় মাছটি কিনে নেন। এর আগে ভোররাতে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরের পদ্মা নদীতে সাদ্দাম সরদার নামের এক জেলের জালে এ বিশাল আকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে। এখন নদীতে পানি কমতে থাকায় প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে বলে ধারণা করে হচ্ছে। মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকালে দোলোয়ার সরদারের আড়ৎ থেকে ডাকের মাধ্যমে ১২শ টাকা কেজি দরে ৩৪ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ ৪১ হাজার টাকায় কিনে নেন।