গাইবান্ধার পলাশবাড়ীতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থায়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টি,আর) প্রকল্পের আওতায় ৭৫ হাজার টাকা ব্যয়ে গ্রামীণ রাস্তা মেরামত কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। পলাশবাড়ী পৌরসভা রাইগ্রামের জোব্বারের বাড়ী হতে নয়া বাজার পর্যন্ত রাস্তাটি জনসাধারণের চলাচলের অনুপোযোগী হওয়ায় মেরামতের মাধ্যমে উপযোগী করার লক্ষ্যে উক্ত প্রকল্প দ্বারা রাস্তাটি মেরামতের কাজ হাতে নেয়া হয়। গত শুক্রবার সকালে ৭৫ হাজার টাকা ব্যয়ে প্রকল্পের কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। এসময় তার সাথে ছিলেন প্যানেল মেয়র ও কাউন্সিলর আসাদুজ্জামান শেখ ফরিদ, শাহিনুর বেগম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, ঠিকাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।