শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

চুনতি মাদরাসা শতবর্ষ জুড়ে যোগ্য নাগরিক সৃষ্টির মাধ্যমে সরকারের সহায়ক ভূমিকা পালন করছে-২১১তম বার্ষিক সম্মেলনে বক্তারা

দেলোয়ার হোসেন রশীদি (সাতকানিয়া) চট্টগ্রাম
  • আপডেট সময় শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

বাংলাদেশের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামের প্রাচীনতম লোহাগাড়া চুনতি হাকিমিয়া কামিল (অনার্স-মাষ্টার্স) মাদরাসার ২১১তম বার্ষিক সভা দিনব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে মাদরাসার মাঠে সম্পন্ন হয়। রাহবারে মসজিদে বায়তুশ শরফ পীর সাহেব আলহাজ শাহ মাওলানা আব্দুল হাই নদভী (ম.জি.আ) এর সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ আহসান উল্লাহ সাইয়্যেদ। ভোরে খতমে কুরআন, তাহলিল শেষে মাদরাসার প্রতিষ্ঠাতা আসাতিজায়ে মরহুমীনদের যিয়ারত ও দেশ জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শায়খুল হাদিস আলহাজ্ব শাহ মৌঃ হাফেজ শাহে আলম এবং মাদরাসার উস্তাদ সাহেবান ও ছাত্রদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ভাইস প্রিন্সিপাল মৌঃ ফারুক হোসাইন সিনিয়র শিক্ষক মৌঃ জিয়াউল করিমের অনুষ্ঠান পরিচালনায় উপস্থিত ছিলেন পীর সাহেব আবু বক্কর মৌঃ মাহমুদুল হক আজহারী ডঃ এনামুল হক ডঃ মহিউদ্দিন মাহি ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির ব্যবসায়ি কফিল উদ্দিন। বক্তারা বলেন এই মাদরাসা হচ্ছে যোগ্য নাগরিক গড়ার দ্বীনি প্রতিষ্ঠান এই মাদরাসার কৃতি ছাত্ররাই দেশ জাতীর কল্যানে দুনিয়া ব্যপি ছড়িয়ে পড়েছে এবং বর্তমান সরকারের নানামুখী সহায়ক ভূমিকা পালন করে প্রশংসা অর্জন করেন। সভায় মাদরাসার সাবেক ছাত্র সংগঠন আনজুমানে তোলাবায়ে সাবেকিনের সদস্যদের মত বিনিময় সভা হয় সংগঠনের সভাপতি মৌঃ মমতাজুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি মোহাম্মদ অলি উদ্দিনের সার্বিক পরিচালনায় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com