আধুনিক স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নিয়ে গজারিয়ায় হামদর্দ জেনারেল হাসপাতাল আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো হামদর্দ জেনারেল হাসপাতাল। মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হামদর্দ বিশ্ববিদ্যালয় পাশে অবস্থিত হামদর্দ জেনারেল হাসপাতাল অত্যাধুনিক এই হাসপাতালের উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মো ফরিদুল হক খান, এমপি। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, অধ্যাপক ডঃ মোঃ আব্দুল মান্নান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ০৩ আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, সচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নুরুল ইসলাম। ওয়াকফ প্রশাসক অতিরিক্ত সচিব আব্দুল্লাহ সাজ্জাদ, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ হামদর্দ কাজী গোলাম রহমান, লে: জেনারেল আবু তৈয়ব জহিরুল আলম, অধ্যাপক ডঃ লিয়াকত আলী, অধ্যাপক ডা: প্রাণ গোপাল দত্ত, প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক হামদর্দ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ও ব্যবস্থাপনা পরিচালক, হামদর্দ ও বাংলাদেশ মহাসচিব ড. হাকীম মোঃ ইউসুফ ভূঁইয়া। এই সময় আরো আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার খন্দকার আশফাকজ্জামান, গজারিয়া উপজেলা নির্বাহি অফিসার জিয়াউল হক চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি, জেলা পরিষদের সদস্য নাজমুল হোসেন, বালুয়াকান্দি ইউনিয়ন চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার জুয়েল, হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, ভবের চর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শহীদ লিটন, গুয়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের খোকন প্রমুখ। ২৪ ঘন্টা জরুরি বিভাগ, অত্যাধুনিক ডিজিটাল ল্যাবরেটরি, ডিজিটাল এক্স-রে সহ নানা সুবিধা সম্বলিত এই হাসপাতালে রোগীদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ হাসপাতালটি স্থানীয়দের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, হাসপাতালটি প্রতিষ্ঠিত হওয়ায় স্থানীয়দের দুর্ভোগ লাঘব কমবে।