সামিয়া পেশায় একজন পতিতা। তার একমাত্র ছেলে নিরব হোস্টেলে থেকে পড়াশোনা করে। মায়ের এমন কার্যবৃত্তি সম্পর্কে ছেলে কিছুই জানে না। কিন্তু ঘটনাক্রমে একদিন মায়ের কাজ সম্পর্কে জেনে ফেলে নিরব। নিজের মা-কে নিয়ে এমন কিছু কোনোদিন শুনবে তা কল্পনাও করেনি সে। ছেলে বাকরুদ্ধ, ঘৃণায় জ্বলজ্বল করে উঠতে লাগলো তার। কিন্তু এই ঘৃণা তার মায়ের প্রতি নাকি সমাজের প্রতি? নাকি যারা তার মা-কে এমন পেশা বেছে নিতে বাধ্য করেছে তার প্রতি? এমন প্রশ্নের উত্তর মিলবে সদ্য নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হিডেন স্টোরি’ তে। বিদ্যুৎ রায়ের গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করছেন শাব্দিক শাহীন।
এমন বাস্তববাদী গল্পে মা ও ছেলের চরিত্রে এখানে অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই ও ইয়াশ রোহান। এছাড়া আরও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, আরিয়ান আজাদ প্রমুখ। শাব্দিক শাহিন জানান, সমাজে প্রচলিত ধারণা ও বিকৃত মনের মানুষদের মুখে চপেটাঘাত করবে ‘হিডেন স্টোরি’। আমাদের এই প্রচেষ্টা দর্শকদের একটা ভিন্ন ধারার ভাবনায় বিমোহিত করে রাখবে বলেই আশা করছি। সেইসাথে এখানে গল্পে থাকছে কিছু চমকও। খুব শিগগিরই ‘হিডেন স্টোরি’ ইউটিউবে অবমুক্ত হবে বলে নির্মাতাসূত্রে জানা যায়।