নোয়াখালী সেনবাগের ১৪ লাখ টাকা ভর্তুকি মূল্যে একটি কমবিন হার্ভেস্টার বিক্রি করেছেন সেনবাগ উপজেলা কৃষি অধিদপ্তর। কমবিন হার্ভেস্টার মেশিনটি একাই এক’শ শ্রমিকের কাজ করবে। এ মেশিনটি দ্বারা একজন কৃষক দিনে ৮ থেকে ১০ একর জমির ধান কাটা,মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করতে পারবেন।
এই কমবিন হার্ভেস্টার মেশিনটির বাজার মুল্য সাড়ে ২৯লাখ টাকা। করোনাভাইরাস এর দুর্যোগ মুহূর্তে সরকার কৃষকের ধান কাটার সুবিধার্থে ভর্তুকি মূল্যে কিছু যান্ত্রিক কৃষি প্রডাক্ট ভর্তুকি মূল্যে বিক্রি করছেন।
এই সুযোগে সেনবাগের মোহাম্মদপুর এলাকার জাকের উল্লাহ সুমন নামের এক কৃষক নগদ সাড়ে ১৫ লাখ টাকা পরিশোধ এই কমবিন হার্ভেস্টার মেশিনটি ক্রয় করেন।
আজ সোমবার দুপুরে সেনবাগ উপজেলা নিবার্হী অফিসারের কাছ থেকে মেশিনটি বুঝে নেন জাকের উল্যা সুমন। এসময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জুনাইদ আলম,সহকারী কৃষি অফিসার জিএস সুমন, উপজেলা ফুড অফিসার অচিন্ত্য চাকমা, এসি আই মোটরস লিমিটেডের নোয়াখালীর সিনিয়র অফিসার রতন বৈষ্ণব সহ অন্যান্য নেতৃবৃন্দ।