শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

ডিএনসিসির বিরুদ্ধে জমি দখল ও ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৩ জুন, ২০২১

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিরুদ্ধে বাজারের জমি দখল ও কোর্টের নির্দেশ দেওয়ার পরও ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ করেছে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের পরিবার। গতকাল রবিবার (১৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ অভিযোগ করেন শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের নাতনি নুরতাজ আরা ঐশী। মানববন্ধনে ওই পরিবারের সদস্যরা বলেছেন, রাজধানীর বিজয় সরণি এলাকায় কলমিলতা বাজার ৫০ বছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছে সিটি করপোরেশন। হাইকোর্টের আদেশের পর ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হক ২০১৭ সালে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা জেলা প্রশাসকের কাছে একোয়ার প্রপোজাল পাঠিয়েছিলেন। কিন্তু ২০১৯ সালে ঢাকা উত্তর সিটিতে আতিকুল ইসলাম মেয়র হওয়ার পর ক্ষতিপূরণ বাবদ এক লাখ ৯০ হাজার টাকার দুটি চেক ঢাকা জেলা প্রকাশককে দেন। যদিও বাণিজ্যিক এলাকায় অবস্থিত কলমিলতা বাজারের ৫০ বছরের ক্ষতিপূরণ এই টাকা হতে পারে না। ফলে ঢাকা জেলা প্রশাসক সেই চেক দুইটি ফেরত দেন।
ঐশী বলেন, ‘‘কলমিলতা বাজারের সম্পত্তির পরিমাণ অনুযায়ী তাদের আইনজীবীদের হিসাবে ক্ষতিপূরণ পরিমাণ হয় চার হাজার কোটি টাকা। কিন্তু তার পরিবর্তে দুটি চেকে এক লাখ ৯০ হাজার টাকা ঢাকার ডিসি বরাবর পাঠান। ফেরত চিঠিতে ঢাকার ডিসি ডিএনসিসি মেয়রের চিঠিকে ‘দুরভীসন্ধিমূলক ও অনভিপ্রেত’ বলে উল্লেখ করেন।’’ তিনি বলেন, ‘তার মায়ের পৈত্রিক সূত্রে পাওয়া লালমাটিয়ার দুটো ফ্ল্যাটের ভাড়াটিয়ারা গত দুই বছর ধরে ভাড়া দিচ্ছেন না। আর এতে সহায়তা করছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের স্থানীয় লোকজন।’ ঐশী বলেন, ‘তার বাবা মো. আবদুর রহিম ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন। এই কারণে মেয়র আতিকুল ইসলাম তাদের সম্পদ দখলে সহায়তা ও ক্ষতিপূরণ দিচ্ছেন না।’
ভাসানটেক পুনর্বাসন প্রকল্পেও তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে উল্লেখ করে ঐশী বলেন, ‘ঢাকা উত্তর সিটি ড্রেন ও খাল উদ্ধারের নামে প্রকল্পের জায়গা দখল ও মালামাল লুট করে নিয়ে গেছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com