চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ১৮ জনের শরীরে করোনাভাইরাস তথা কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ মে) চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে ১৯৮টি নমুনা পরীক্ষায় এই ১৮ ছাড়াও নোয়াখালীর একজনের নমুনায় কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, পরীক্ষায় মোট ১৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে ১৮ জন চট্টগ্রামের, একজন নোয়াখালীর। চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে ১৪ জন নগরীর এবং চার জন উপজেলার।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, নগরীর আকবর শাহ এলাকায় একজন, লোহাগাড়া উপজেলায় দু’জন, সাতকানিয়ায় একজন, নগরীর হালিশহরে দু’জন, দক্ষিণ নালাপাড়ার একজন, এনায়েত বাজার এলাকার দু’জন, ঈদগাঁ এলাকার দু’জন, রাহাত্তারপুলের একজন, পাঁচলাইশের একজন, শুলকবহরের একজন, কোতয়ালীর একজন ও কর্নেল হাট এলাকার একজন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
এছাড়া নগরীর সাগরিকা এলাকার ৬০ বছরের এক পুরুষের মৃত্যুর পর নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে এ নিয়ে ১৫৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে, যার মধ্যে পাঁচ জন বাইরের জেলা থেকে আসা। এদের মধ্যে মারা গেছেন ১৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এখন পর্যন্ত ৪৭ জন।
এমআর/প্রিন্স