জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ‘সিটি প্রজেক্ট’ এর প্রশিক্ষণ ও কার এচিভার সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যবসায়িক সফলতা অর্জন করায় ১৫ জন কার এচিভারদরে মাঝে গাড়ির চাবি হস্তান্তর করা হয়। রবিবার(১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১ম অধিবেশনে কোম্পানীর সিটি প্রজেক্টের পক্ষ থেকে সফল ৩ জন পারভেজ মোশারফ, শফিকুর রহমান ও রিপন ভূইয়ার হাতে গাড়ির চাবি তুলে দেন পরিচালনা পর্ষদ এর ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ। ২য় অধিবেশনে মো: আনোয়ারুল হক, মো: আব্দুল আলীম নোমান, মো: মাইনউদ্দন, রুবেল চাকমা, সৈকত হোসেন ও রোকেয়া বেগমসহ ১২ জন কার এচিভারদের মাঝে গাড়ির চাবি প্রদান করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ’র মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামান। অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদ’র ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন সিটি প্রজেক্ট’র জেনারেল ম্যানেজার ও চিপ ট্রেইনার কে. এম. শহীদুল ইসলাম, জেনারেল ম্যানেজার সৈয়দ মাহমুদুল হক আক্কাস,জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ সিনিয়র জেনারেল ম্যানেজা ও হেড অফ সিটি প্রজেক্ট সৈয়দ মাসকুরুল হক। এছাড়া সারাদেশ থেকে প্রতিষ্ঠানটির ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তাগণ এতে অংশ গ্রহণ করেন।