শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন

লালমনিরহাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের সংবাদ সম্মেলন

আলতাফুর রহমান আলতাফ লালমনিরহাট :
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

লালমনিরহাটে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষনায় কারচুপি করা হয়েছে। এ অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান পদের প্রাথীরা সংবাদ সম্মেলন করেছেন। লালমনিরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে পুনরায় নিরপেক্ষ ভোটের দাবি জানান তারা। উক্ত সংবাদ সম্মেলনে হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহনকারী চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার (আনারস) মহির উদ্দিন (মটর সাইকেল) সাংবাদিকদের উদ্দ্যেশে লিখিত বক্তব্যে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষনায় কারচুপি, ও প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভোট চলাকালীন সময়ে স্থানীয় সংসদ সদস্যের কেন্দ্রে-কেন্দ্রে উপস্থিতির মাধ্যমে নির্বাচনের আচরন বিধি লঙ্ঘন করে নির্বাচনকে প্রভাবিত করেন বলে অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তারা আরো বলেন, নির্বাচনের দিন ভেলাগুড়ি ইউনিয়নের চেতনার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনা না করে, ঐ কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দিয়ে সম্পূর্ণ আইন পরিপন্থিভাবে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় সাধারন ভোটারদের সাথে পোলিং এজেন্টসহ স্থানীয়রা এ অনৈতিক কাজে বাঁধা দিলে প্রশাসনের পক্ষ থেকে রাবার বুলেট, টিয়ার সেলসহ লাঠিচার্জ করলে কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়। একইভাবে অন্যান্য কেন্দ্রগুলোতেও স্থানীয় সংসদ সদস্য, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দী প্রার্থী ২৬ তারিখের ঐ ভোট কারচুপির মাধ্যমে ভোটারদের ভোটাধিকার হরণ করেছেন। এছাড়া ও ইউনিয়নের ৯২ নং কেন্দ্র দক্ষিণ জাওরানী মোহনপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা স্বাক্ষরীত ফলাফলের তালিকায় উল্লেখ করা হয়েছে। ঐ কেন্দ্রে মোট ভোটারের উপস্থিতি ছিল ২০৪৩। অথচ প্রতিদ্বন্দী প্রার্থীগণ কর্তৃক প্রাপ্ত বৈধভোট সংখ্যা দেখানো হয়েছে ২৫০৫ ভোট, এখানেই ভেলাগুড়ি ইউনিয়নের ভোটের কারচুপি স্পষ্ট। আমরা ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এর নানা অনিয়ম ফলাফল কারচুপিসহ নানা অভিযোগ রিটার্নিং কর্মকর্তা বরাবর করে যার অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের নিকট প্রেরণ করেও কোনো প্রকার সহযোগীতা পাইনি। আপনাদের মাধ্যমে গত ২৬ ডিসেম্বর ২০২১ ইং তারিখে অনুষ্ঠিত হওয়া হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহনের পুনরায় দাবী জানাচ্ছি ও প্রার্থী এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি। সংবাদ সম্মেলনে এ কথা বলেন,স্বতন্ত্র প্রার্থী আব্দুল ছাত্তার। সংবাদ সম্মেলনে লালমনিরহাটে কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com