শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে বিতাড়িত করতে হবে-মাফরুজা সুলতানা মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম ১৬ বছর বঞ্চিতদের এবার অগ্রাধিকার ভিত্তিতে বইমেলয় স্টল বরাদ্দের দাবি ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ: প্রধান উপদেষ্টা সেন্টমার্টিন: ‘স্থানীয়দের জীবিকা বনাম পরিবেশ রক্ষা’ আ. লীগ-জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে: মির্জা ফখরুল

উল্লাপাড়ায় ঘুড়ি উৎসবে শিশু-কিশোরদের পাশাপাশি মেতেছে বড়রাও

সঞ্জীব সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ):
  • আপডেট সময় বুধবার, ২৭ মে, ২০২০

প্রতি বছর ঈদে পরিবার-পরিজন নিয়ে সবাই ঘুরতে বেরিয়ে পড়েন কিন্তু করোনার কারনে জীবনে এমন ঈদ এর আগে কখনোই দেখেনি কেউ।

টানা এক বছর ঘুরে আনন্দঘন ঈদুল ফিতর এবার এসেছে এক ভিন্ন আবহ নিয়ে। বিদ্যমান করোনা সংক্রমণ থেকে সুরক্ষার সতর্কতা ও আম্পানের ক্ষতচিহ্ন নিয়েই সবাইকে উদযাপন করতে হয়েছে ঈদুল ফিতর। তবে করোনায় এবার ঈদে বিনোদন কেন্দ্রে যেতে না পেরে গ্রামে ও পাড়া-মহল্লায় ঘুড়ি উৎসবে মেতেছে উল্লাপাড়ার সব বয়সের মানুষেরা। পরিবার-পরিজন নিয়ে সেই বাংলার ঐতিহ্য রুঙিন ঘুড়ি উড়িয়ে ঈদের আনন্দ উদযাপন করতে দেখো গেছে বিভিন্ন এলাকায়। ঈদের আনন্দ এবার যেন বিভিন্ন এলাকায় চলছে ঘুড়ি উৎসব|

করোনাভাইরাসের লকডাউনে কারনে অনেকটাই ফিরেছে ঘুড়ি ওড়ানো সেই আমেজ। স্কুল-কলেজ বন্ধ থাকায় শিশু-কিশোররা যেমন ঘুড়ি উড়াতে ব্যস্ত হয়ে পড়েছে, তেমনই অফিস-আদালত ও ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় বড়রাও ঘুড়ি উড়ানোর প্রতি আগ্রহী হয়ে উঠেছেন| এখন বিকেল হলেই গ্রাম-গঞ্জের মাঠে-ময়দানে দেখা মিলছে ঘুড়ি উড়ানোর উৎসব|

ঈদ উল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া মোহনপুর ইউনিয়নে আবহমান বাংলার ঐতিহ্যকে লালন করা ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা সামাজিক দুরুত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার মোহনপুর ইউনিয়নের সাতবিলা গ্রামের যুব সমাজের উদ্যোগে ঈদগাঁ মাঠে এ ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়|

এ সময় দীর্ঘ ২৫ ফুট আয়তনের একটি ঘুড়ি উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মোহনপুর ইউনিয়নের যুবলীগ পদপ্রার্থী মোঃ আল-আমিন সরকার|

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আল মামুন, ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ সেলিম , সমাজসেবক মাহবুব মাস্টার, ইউসুফ , মখলেছ, আলম, রাজিব, রিপন, রাব্বিসহ প্রমুখ|

এ সময় প্রধান অতিথি আল-আমিন সরকার বলেন, প্রতি বছর ঈদে পরিবার-পরিজন নিয়ে সবাই ঘুরতে বেরিয়ে পড়েন কিন্তু এ বছর করোনা সংক্রমণ থেকে সুরক্ষার সতর্কতা নিয়েই সবাইকে উদযাপন করতে হচ্ছে ঈদুল ফিতর| ঈদে বিনোদন কেন্দ্রে যেতে না পেরে পরিবার পরিজন নিয়ে গ্রামে ঘুড়ি উৎসবে মেতে উঠেছে| সে কারনেই কিছুটা ঈদের আনন্দ পেতেই এই আয়োজন| তাছাড়া আমি দীর্ঘ দিনধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং এমপি তানভীর ইমাম ও যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জলের আদর্শে রাজনীতি করে আসছি|

তাদের দিক নির্দেশনায় মোহনপুর ইউনিয়নের যুবলীগের কর্মীদের নিয়ে সংগঠন আরো বেগময়, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কাজ করে আসছি| তাছাড়া এমপি মহোদয়ের নির্দেশনায় মোহনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের করোনাভাইরাস কারনে কর্মহীন হয়ে পরা দুস্থ ও অসহায়দের মানুষদের মাঝে আমার নিজ অর্থদিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছি| আমাদের এমপি তানভীর ইমাম সবসময় করোনাভাইরাসকে কি ভাবে মোকাবেলা করা যায় তা নির্দেশনা দিয়ে আসছেন ,সেই মোতাবেক ইউনিয়নের যুবসমাজদের নিয়ে আমরা করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিষয়ে প্রচার-প্রচারণা মানুষকে সচেতন করার পাশাপাশি, মানুষের আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানোর জন্য কাজ করছি|

এদিকে আয়োজকরা বলছেন ,করোনাভাইরাসে স্কুল-কলেজ ও অফিস-আদালত ,ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় শিশু-কিশোর,বড়রাও ঘরবন্দি হয়ে পড়েছে। তাই ঈদে বাহিরে যেতে না পেরে বিকেলে একটু আনন্দ পেতেই তারা ঘুড়ি উড়ানোর আয়োজন করেছি।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com