বছরের প্রথম ও নতুন সবজি পটল আর করলা। খুচরা বাজারে যার কেজি পটল ১৬০ টাকা ও করলার কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা। বছরের নতুন সবজি, সবার কেনার প্রতি আগ্রহটা বেশি কিন্তু দামটা একেবারে বেশি বলে মানুষ কিনছেন কম। বুধবার (২মার্চ) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, তিন থেকে চার দিন ধরে বাজারে উঠছে বছরের নতুন সবজি পটল ও করলা। এসব সবজি এখনও উত্তরাঞ্চলে উঠেনি, দক্ষিণাঞ্চল থেকে আসতে শুরু করেছে। ব্যবসায়ীরা পটল ১২০ থেকে ১৩০ টাকা দরে পাইকারি ক্রয় করে তা খুচরা বিক্রি করছে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে। অন্য দিকে করলা ৮০ থেকে ৯০ টাকা পাইকারি ক্র করে তা খুচরা বিক্রি করছে ব্যবসায়ীরা ১০০ টাকা কেজি দরে। দাম বেশি হলেও নতুন সবজি হিসেবে অনেকেই অল্প করে ক্রয় করছেন। সবজি কিনতে আসা আজিজার রহমান বলেন, বাজার করতে আসছি, বাজারে পটল উঠেছে, দেখে ভাল লাগল, তাই ৪০ টাকা দিয়ে ২৫০ গ্রাম পটল নিলাম। হিলি বাজারে সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, আমাদের এলাকায় এখনও পটল ও করলা উঠেনি। দক্ষিণ অঞ্চল থেকে এসব সবজি আসছে। আমরা পটল ১২০ থেকে ১৩০ টাকা পাইকারি নিয়েছি, তা খুচরা বিক্রি করছি ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে। আবার করলা ৮০ থেকে ৯০ কেজি পাইকারি কিনে তা ১০০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করছি। কিছুদিনের মধ্যে আমাদের এলাকার পটল করলা পাওয়া যাবে, আশা করছি দামও কমে আসবে।