নওগাঁর বদলগাছীতে ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বঙ্গবন্ধু সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ সমাপনী দিনে ক্রীড়া, সাহিত্য -সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ এর পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সরওয়ারে জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এই কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুবাস সিংহ এবং প্রফেসর সরল কান্তি সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন, থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সম্পাদক আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল, প্রভাষক মাহমুদুল হাসান হিরো, মাসুদ রানা প্রমুখ। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে ছাত্র-ছাত্রীদের পদচারণায় কলেজ প্রাঙ্গন কয়েকদিন ধরে মুখরিত হয়ে ওঠে। কলেজের পক্ষ থেকে আগত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।