মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে ৪৬ বছর বয়সী ঢাকা ফেরত এক বাস শ্রমিকের মৃত্যু হয়েছে। সে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামের বাসিন্দা।
শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রফিকুল ইসলাম জানান কোলা গ্রামের ওই বাস শ্রমিক গত বুধবারে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। ভর্তি কিছুক্ষণ পর কাউকে কিছু না বলে বাড়ি চলে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে আবারো ভর্তি হয়। এসময় তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া তার করোনা উপসর্গ থাকায় গতকালই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দীন জানান করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। একারণে তার লাশ ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে দাফন করা হবে। তবে নমুনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।
স্বদেশ/প্রিন্স/খবরপত্র