বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধায়নে ডিবি, বগুড়া’র ইনচার্জ এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি টিম অদ্য ইং ১১/০৫/২০২২ তারিখ ০৬.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার মাটিডালী সাকিনস্থ মাটিডালী হইতে লিচুতলাগামী বাইপাস রাস্তার উত্তরে সিএনজি স্ট্যান্ডে চারজন মাদক ব্যবসায়ী কুড়িগ্রাম সীমান্ত এলাকা হইতে ২৫(পঁচিশ) কেজি গাঁজাসহ আসামী ১। মোঃ আশরাফুল হক(৩০), পিতা-মৃত বাদল মিয়া, সাং-ফুলমতি, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, ২। শ্রী আশিষ কুমার ওরফে রিপন(৩১), পিতা-শ্রী নারায়ন চন্দ্র রায়, সাং-সেবকদাস নিথক, থানা-কালিগঞ্জ, জেলা-লালনিরহাট, ৩। মোঃ মানিক মন্ডল(৪৩), পিতা-মোঃ সিরাজ মন্ডল, সাং-সাবগ্রাম উত্তরপাড়া, থানা ও জেলা-বগুড়া ও ৪। আঃ মালেক(৩২), পিতা-মোঃ আঃ কাদের, সাং-নুরারপটল, থানা-সোনাতলা, জেলা-বগুড়াগণকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে। প্রকাশ থাকে যে, ধৃত আসামীগণ পেশাদার মাদক ব্যবসায়ী ইতিপূর্বে ধৃত আসামী ১। মোঃ আশরাফুল হক এর বিরুদ্ধে ০১(এক)টি, ২। শ্রী আশিষ কুমার ওরফে রিপন এর বিরুদ্ধে ০২(দুই)টি, ৩। মোঃ মানিক মন্ডল এর বিরুদ্ধে ০২(দুই)টি ও ৪। আঃ মালেক এর বিরুদ্ধে ০১(এক)টি মামলা রহিয়াছে।