দেশব্যাপী দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলা বিএনপি প্রতিবাদ সমাবেশ করেছে। রোববার (১৫ মে) বেলা ১১ টার শহরের উপকন্ঠ মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় প্রতিবাদ সমাবেশ হয়েছে। পুলিশের নিষেধ থাকায় মুন্সীগঞ্জ শহর হতে মুক্তারপুর এই সমাবেশ ও পদসভা হয়ে থাকে। জেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন সঞ্চালনায় বক্তব্য রাখেন-ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, কেন্দ্রীয় যুবদল নেতা আব্দুল বাতেন শামিম, জেলা বিএনপি সদস্য আব্দুল কুদ্দুস ধীরন, জেলা যুবদলের আহবায়ক দেওয়ান মো. মজিবুর রহমান, সিরাজদীখান থানা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ্, জেলা সেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা জেলা যুবদলের সাবে সভাপতি সুলতান আহম্মেদ, সহ-সভাপতি মজিবুর রহমান ও ৯০” এর স্বৈরাচার আন্দোলনের ছাত্র নেতা রফিকুল ইসলাম মাসুম, মহিলা দলের নেত্রী সেলিনা আক্তার রীনা, বিউটি, আয়শা আক্তার নার্গিস, মুন্সীগঞ্জ সদর থানা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক মুন্না, সহ-সভাপতি রাজিব আহম্মেদ অপু, সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ, পঞ্চসার ইউনিয়ন বিএনপি নেতা রায়হান মানিক প্রমুখ। বক্তাদের একই মনোভাবে, সকল নেতাক্রমিদেও একই ধাচে, ইভিএম এর আঞ্চলিক স্লোগান ইভিএম এর অপর নাম ইতরামি, বাদরামি , আর মাতলামি বন্ধ করে দিনের আলোয় নির্বাচন দেওয়ার কথা ফুটে উঠে। অনেক দিন পরে মুন্সীগঞ্জ জেলাশহর বিএনপি নেতাক্রমিদের মিলন ঘটে উৎসব আমেজে।