আমরা শোকাহত
দৈনিক খবরপত্রের কুষ্টিয়া প্রতিনিধি সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক এম এ মান্নানের ইন্তেকালে দৈনিক খবরপত্র পরিবার গভীর শোকাহত। দৈনিক খবরপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক মাফরুজা সুলতানা এবং প্রকাশক মোঃ হাফিজ ইব্রাহিম গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় তারা বলেন, দৈনিক খবরপত্র একজন নিষ্ঠাবান ও সৎ সাংবাদিককে হারালো। তিনি দেশ ও জাতির জন্য নিবেদিত প্রাণ ছিলেন। মরহুম এম এ মান্নান তার কর্মের মাঝে চিরদিন বেঁচে থাকবেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে তার কাজের প্রতিদানে জান্নাতুল ফেরদৌসে দাখিল করুন, আমীন।
কুষ্টিয়া থেকে সাংবাদিক খুদরতে খোদা সবুজ জানান,কুষ্টিয়ার সাংবাদিক নেতা এম এ মান্নান (৫২) গত ৬ জুন সোমবার দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সাংবাদিক এম এ মান্নান কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য ছিলেন। তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বজ্রপাতের স্টাফ রিপোর্টার এবং দৈনিক খবরপত্রের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কমর্মরত ছিলেন। গতকাল মঙ্গলবার ৭জুন বাদ জোহর কুষ্টিয়ার পোড়াদহে মরহুমের জানাজার নামাজ শেষে দাফন করা হয়েছে। এরআগে এম এ মান্নানের লাশ শেষবারের মত দেখতে তার গ্রামের বাড়ীতে যান সাংবাদিক নেতৃবৃন্দ। সাংবাদিক এম এ মান্নানের মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহ, মহাসচিব নূরুল আমীন রুকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলাম, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুর রাজ্জাক বাচ্চু,সাধারণ নজরুল ইসলাম মুকুল, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।