নির্বাচনে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
গতকাল রোববার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এসময় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন না করারও পরামর্শ দেন তিনি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিবদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন কমিশন। এসময় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন না করার পরামর্শ দেন সাবেক সিইসি কে এম নুরুল হুদা। তিনি বলেন, দেশের নির্বাচনে যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হয় এটি বিশ্বে বিরল। সম্ভবত এমন দৃশ্য পৃথিবীতে কোথাও নাই। আমি দায়িত্বে থাকতেও বলেছি, এখনও বলেছি, এসবের প্রয়োজন নাই। সেনাবাহিনী মোতায়েন একেবারেই দরকার নেই। দেশে এখন দরকার সুষ্ঠু নির্বাচন। সেজন্য প্রয়োজন সব দলের অংশগ্রহণ ও ইভিএমের ব্যবহার।
কে এম নুরুল হুদা বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে ৭৫ শতাংশ অর্থ ব্যয় হয়। একটা কেন্দ্রে যে পরিমাণ সশস্ত্র সদস্য থাকে তা একটা থানার সমান। এখন তো সে পরিস্থিতি নেই যে, বাক্স আছে লোকজন ব্যালটে ভোট দিবে। এখন আছে ইভিএম। ইভিএম এমন একটা বিষয় যেখানে বাক্স ছিনতাই করা যায় না। ফলে এখন আর আইনশৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই।