গাজীপুরের কালীগঞ্জে আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আ’লীগের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা আ’লীগ কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ.এম. আবু বকর চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সহ সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, পৌর সভার মেয়র এস.এম. রবিন হোসেন, জেলা আ’লীগের সদস্য তাসলিমা রহমান লাভলী, উপজেলা আ’লীগের অর্থ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন কনক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ উল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা যুবলীগের সভাপতি এস.এম. আলমগীর হোসেন, মহিলা আ’লীগের সভাপতি জুয়েনা আক্তার, ছাত্রলীগের সভাপতি তানভির মোল্লা প্রমুখ। এ সময় প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এমপি বলেন- বাংলাদেশ আ’লীগের একজন সদস্য হতে পেরে আমি গর্বিত। কারণ এই দলের ইতিহাস ও ঐতিহ্যের পাশে দাড়ানোর মতো আরকোন দল এখানো জন্মায়নি। এমনকি তাদের কোন দিন ক্ষমতায় আশারমত অবস্থানই নেই।