শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন

গজারিয়ায় ৪০২ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদের গজারিয়া উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে ২০২০-২১ও ২০২১-২২ অর্থ বছরে অসচ্ছল মেধাবীদের এককালীন বৃত্তি প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৩ জুন) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টায় গজারিয়া উপজেলা পরিষদের আয়োজনে গজারিয়া উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে গজারিয়া উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে ৪০০ জন ও গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামের পক্ষ থেকে দুজন সহ মোট ৪০২ জনকে ২০০০ টাকা করে মোট ৮ লাখ ৪ হাজার টাকা প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, গজারিয়া উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সৈয়দ আহম্মেদ, গজারিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মায়েদা আজাদ, বীর মুক্তিযোদ্ধা তানেস উদ্দীন। এছাড়া বিভিন্ন স্কুল-মাদ্রাসার প্রধান শিক্ষক, শিক্ষক, ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com