শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

রৌমারীতে ভিজিএফএর চাল বিতরণ, বঞ্চিত দরিদ্ররা

শওকত আলী মন্ডল রৌমারী (কুড়িগ্রাম) :
  • আপডেট সময় বুধবার, ১৩ জুলাই, ২০২২

দুঃস্থদের জন্য প্রধানমন্ত্রী খাদ্য সহায়তা (ভিজিএফ)। ভিজিএফ একটি মানবিক সহায়তা কর্মসূচী, যার মাধ্যমে সরকার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করে থাকে। প্রধানমন্ত্রীর ঈদ উপহার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় হতে রৌমারী উপজেলায় ৫২ হাজার পরিবারের স্থলে ৪৮হাজার ১১১টি পরিবারের জন্য ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত দুস্থ ও দরিদ্র পরিবার ভিজিএফের চাল থেকে বঞ্চিত। সরেজমিনে গত ৯ জুলাই শনিবার বিকালে উপজেলার চরশৌলমারী ইউনিয়নে এমন দৃশ্য দেখা গেছে। এসময় দুঃস্থ ও দরিদ্র অসহায় পরিবারের সাজেদা, আনোয়ারা, মাজেদা, হাবিজা, মালা, শান্তিসহ শতশত লোকজন অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী দুঃস্থ ও দরিদ্র পরিবারদের জন্য ত্রান সহায়তা হিসাবে চরশৌলমারী ইউনিয়নে ৬ হাজার ৬৪২ জন পরিবারকে ১০ কেজি করে চাল বিতরনের জন্য চেয়ারম্যান মেম্বারদেরকে দেয়া হয়। এ চাল দুঃস্থ ও দরিদ্র পরিবারদেরকে বঞ্চিত রেখে স্লিপের মাধ্যমে সরকারি বস্তা পরিবর্তন করে সারের বস্তায় ভ্যান গাড়ী ভর্তি করে ব্যপারীদের গোডাউনে নিয়ে যাওয়া হচ্ছে। ভ্যান ভর্তি চাউল নেয়ার সময় নাম প্রকাশ গোপন রেখে, কথিত একজনের চাল উত্তোলনের সময় ১২ বস্তা চাল হারিয়ে যায়। এনিয়ে ঐ দিন বিকালে চেয়ারম্যানের অফিস ভবনের দো-তোলায় এক চাল উদ্ধারের বৈঠক বসেন। সেখানে উঠে আসে এ চাল বিক্রি করে তার দেনা পাওনা পরিশোধ করা হবে। বৈঠকে চাল উত্তোলনকারী অভিযোগ করে বলেন, এই ইউনিয়ন পরিষদের শ্রী রামফল ও আমির হোসেন নামের চকিদার গোডাউন থেকে চাল বাহির করে দেয়ার সময় ১২ বস্তা চাল চুরি করে রামফল। ১২ বস্তা চাল খুজে পাওয়া যাচ্ছে না। এ চাল দেয়া হউক। বৈঠকে রামফলকে কঠিন ভাবে চাল বাহির করে দেয়ার চাপ সৃষ্টি করা হয়। প্রসঙ্গতঃ গত পবিত্র রমজান ঈদের দুইদিন আগে ভিজিএফের ৬৮ বস্তা চাল চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল চরশৌলমারী ইউনিয়ন পরিষদ থেকে রাত আনুমানিক ৯ টার সময় কাকড়া গাড়ি ভর্তি চাল চুরি করে নেয়ার পথে চর শৌলমারী বাজারের পূর্ব পাশে জনতার হাতে আটক হয়। জনতার হাতে আটককৃত চাল উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল জানতে পারলে রাত ১১ টার দিকে রৌমারী থানা পুলিশকে পাঠিয়ে তা উদ্ধার করে পাখিউড়া উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়। উপজেলা নির্বাহী অফিসার একেএইচএম সাইদুর রহমান দুলাল চেয়ারম্যানের অসুস্থতা ও সম্মানকে বজায় রেখে পরদিন সকালে মাতাব্বরদেরকে উপস্থিত রেখে এলাকার দরিদ্র পরিবারদের মাঝে উক্ত চাল বিতরণের নির্দেশ দেন। ১২ বস্তা চাল চুরির অপবাদের চকিদার শ্রী রামফলকে জিজ্ঞাস করলে তিনি বলেন, আমাকে প্রায় ১২০ নামের স্লিাপ দেয়া হয়েছিল, ৬৫ নামের স্লীপের চাল উঠিয়ে দিয়েছি। বাকি স্লী ফেরত দেয়া হয়েছে। কিভাবে ১২ বস্তা চাল হারিয়েছে আমি জানিনা। আমাকে যে চুরির অপবাদটি দেয়া হচ্ছে তা সম্পন্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আমি এর তীব্র প্রতিবাদ করছি। ভিজিএফ চাল বিতরণে নিয়ন্ত্রনকারী ও দায়িত্ব প্রাপ্ত (ট্যাক) অফিসার ও কৃষি উপসহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সুষ্ঠ বিতরণের জন্য আমি দায়িত্বে আছি। চেয়ারম্যান স্লীপের মাধ্যমে বিতরণ করছে। কে কি ভাবে কোথায় নিচ্ছে তা আমি জানিনা। চরশৌলমারী ইউপি চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান দুলাল এর সাথে ০১৯৪৯-১৮২-০২২ মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করলে পাওয়া তাকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সাথে মোবাইলে যোগাযোগ করে চাল বিতরণে অনিয়মের বিষয়ে জানালে তিনি জানান, বিষয়টি দেখছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com