টানা তাপপ্রবাহে রোদে পুড়ছে গাইবান্ধার সাদুল্লাপুর অঞ্চল। মাঠঘাটে কাজ করতে চরম বেকায়দা পড়ছে কৃষক-শ্রমিক। মাত্রারিক্ত খরতাপে হাঁসফাঁস হয়ে উঠেছে তারা। এসব মানুষদের একটু প্রশান্তির পরশ বুলিয়ে দিতে তাদের দেওয়া হয়েছে ছাতা। বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির উদ্যোগে সোমবার দুপুরের সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের কৃষক-শ্রমিকদের হাতে এসব ছাতা প্রদান করা হয়। এমপির ব্যক্তিগত সহকারী আনোয়ারুল ইসলাম আজিমের তত্বাবধায়নে এই ছাতা বিতরণ করেন জেলার কর্মরত সাংবাদিক তোফায়েল হোসেন জাকির। এসময় স্থানীয় কৃষক লীগের কর্মিরা উপস্থিত ছিলেন। কৃষক আব্দুর রউফ মিয়া বলেন, কৃষি ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করা হয়। সম্প্রতি প্রখর রোদের দাপটে মাঠে থাকা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। স্মৃতি এমপি মহোদয়ের একটি ছাতা পেয়ে কিছুটা হলেও রোদ থেকে স্বস্তি পাওয়া যাবে। আরেক শ্রমিক কেশারী চন্দ্র বলেন, মানুষের ক্ষেত-খামারে শ্রম দিয়ে খাই। এরই মধ্যে প্রচ- রোদ আর গরমে মাঠে থাকা অসম্ভব হয়েছে। একটা ছাতা কিনবো সেটাও পারছিলাম না। এই মুর্হূর্তে স্মৃতি এমপি আপার ছাতা পেয়ে বেশ ভালো লাগছে। গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি জানান, অব্যাহত খরা এটি প্রাকৃতিক দুর্যোগ। সেটি মোকাবিলার অংশ হিসেব কৃষক-শ্রমিকদের মাঝে ছাতা বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। তিনি আরও বলেন, এর আগে শ্রমিকদের সুবিধার্তে মাঠে বিশ্রামাগার নির্মাণ করে দেওয়া হয়েছে।