পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে একপক্ষের সংবাদ সম্মেলনের দুই দিন পর অন্য পক্ষ সংবাদ সম্মেলন করেছে। ব”হস্পতিবার দুপুরে পিরোজপুর প্রেসকাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিখিত বক্তব্য পাঠ করেন। এতে তিনি দাবি করেন গত ১৮ জুলাই নাজিরপুর প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অংগসংগঠনের বহিষ্কৃত নেতারা তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ কিছু করেন। মোশারেফ দাবি করেন, ওই সকল বহিষ্কৃত নেতারা বিগত নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে অব¯’ান নিয়েছিল। এজন্যই তাদেরকে বহিষ্কার করা হয়েছে। দলের মধ্যে বিশ”ড়খলা স”ষ্টির জন্যই তারা আমার বিরুদ্ধে মিথ্যে ও বানোয়াট অভিযোগ করেছে। উল্লেখ্য মোশারেফ হোসেন খান পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল সমর্থিত এবং অন্য পক্ষ পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এর সমর্থক।