শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন

গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ ২২ উপলক্ষে সংবাদ সম্মেলন

খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২

“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ/২২ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তর গণমাধ্যম কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন। শনিবার (২৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের কার্যলয়ে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী এর সঞ্চালনায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সৎস্য সপ্তাহ পালন এবং উপকূলীয় নদ-নদীতে বিভিন্ন প্রজাতির মাছ বিশেষ করে ইলিশ, চিংড়িং গলদা সহ সামুদ্রিক সকল প্রাকার মাছ সংরক্ষনে নানাবিধ কর্মসূচী ও অবৈধ ভাবে পাঙ্গাসের পোনা নিধন, অবৈধ মৎস্য আহরণকারীদের বিরুদ্ধে এবং দেশের সৎস্য সম্পদকে বৃদ্ধি করা নিয়ে সরকারের নানাবিধ কর্মসূচীকে উপজেলায় বাস্তবায় করার লক্ষে সংবাদ সম্মেলনে লিখিত ভাবে উপজেলা নির্বাহী অফিসার জনস্বার্থে এবং গণপ্রচার করা লক্ষে বিবৃতি দেন। এসময় নানাবিধ প্রশ্নর উত্তরে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন। এছাড়াও সংবাদ সম্মেলনে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার ও মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী গণমাধ্যম কর্মীদের সার্বিক ভাবে সহযোগিতার জন্য অনুরোধ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com