প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপিকা মোনালিসা দাসের গ্রেপ্তারের দাবিতে সরব হলো রাজ্য বিজেপি। বিজেপির অভিযোগ, লক্ষ লক্ষ টাকা তুলেছেন এই মোনালিসা দাস বাংলাদেশ থেকে আসা ছাত্র ছাত্রীদের পিএইচডি পরীক্ষার এডমিট কার্ডের ব্যবস্থা করে দিয়ে। অনেক অযোগ্য প্রার্থীকেও এডমিট কার্ড দেয়া হয়েছে বাংলাদেশের যোগ্য প্রার্থীদের বঞ্চনা করে। বিজেপির অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে মোনালিসা দাস প্রায় ২৫ কোটি টাকা তুলেছেন। অবিলম্বে বিজেপি তার গ্রেপ্তার চায়। মোনালিসা দাস বিবাহ বিচ্ছিন্না। কলকাতায় একটি ফ্ল্যাট আছে তাদের। মোনালিসা সেখানে গিয়েও কখনও কখনও থাকেন। অধ্যাপিকা পদে তার নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে। আয়ের সঙ্গে সংগতিহীন সম্পদ কি করে করলেন মোনালিসা তাই নিয়েও প্রশ্ন উঠেছে। নজরুলের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে ফি বছর কয়েকশ’ বাংলাদেশি ছাত্র ছাত্রী পড়তে ও গবেষণার কাজে আসে। তাদের কাছ থেকেই টাকা নেয়া হয়েছে বলে বিজেপির অভিযোগ।