সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন

বুড়িচং পাঁচোড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের পরিত্যক্ত ভবনের নিয়ম নীতির তোয়াক্কা না করে এবং নিলাম ডাক না দিয়ে ভেঙ্গে ফেলার অভিযোগ

বুড়িচং প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

কুমিল্লার বুড়িচং উপজেলার ১ নং রাজাপুর ইউনিয়েেনর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাঁচেোড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের পরিত্যক্ত একটি ভবনের নিলাম ডাক পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি না দিয়ে ভাঙ্গা নিয়ম নীতির তোয়াক্কা না করে ও বিক্রি করার অভিযােগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়- পাঁচােড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের পূর্বের দক্ষিণ ভিটি ও বর্তমান বিদ্যালয়র মাঝামাঝি স্থানে অবস্থি ৪ রুম বিশিষ্ট একটি ভবন নিলাম ডাক না দিয়ে পার্শ্ববর্তী এক ব্যক্তির নিকট স্কুল কর্তৃপক্ষ প্রায় ৭৫ হাজার টাকা বিক্রি করে দিয়েছে বলে জানা যায়। বিষয়টি স্থানীয় জনমনে ব্যাপক জিগাংসার জন্ম দিয়েছে। সাধারণ জনগণ বলাবলি করছে তথ্য প্রযুক্তির এ যুগে কি করে নিলাম ডাক না দিয়ে এবং স্কুলের রেজুলেশনে ভবনটি ভাঙ্গা ও বিক্রির বিষয়টি সভার মাধ্যম সর্বসম্মতিক্রম লিখিত অনুমােদন সম্পন্ন না করেই তা ভেঙ্গে ও বিক্রি করা হলাে ! যদি ও এবিষয়ে গত ১১জুন ২০২২ খ্রি. তারিখে অত্র স্কুলের অধিবেশনে বা বৈঠকে ভবন বা ঘরটি ঝুঁকিপূর্ণ বিধায় অপসারণ করার প্রস্তাব করা হয়ছিল এবং উক্ত অধিবেশনে স্কুল কমিটির সকল সদস্য গণ ও উপস্থি ছিলেন না । এ বিষয় বিদ্যালয়ের সভাপতি মাে. আবুল কালাম আজাদের সাথে মুঠাে ফােন আলাপ হলে তিনি জানান- অভিযােগর বিষয়টি অস্বীকার করে বলেন- তিনি সহ কমিটির ৫ সদস্য ও স্কুলের শিক্ষকগণ মিটিং করে রেজুলেশন পূর্বক সিদ্ধাÍ নিয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ এ ভবনটি অপসারণ করা হয়েছে। এলাকার কিছু লােক অযথা ভালাে কাজের বিরাধীতা করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com