“বেশি করে তালগাছ লাগাই, বজ্রপাতে প্রাণহানি কমাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও বিলুপ্তির পথ থেকে বাঁচিয়ে রাখতে, প্রাকৃতিক দুর্যোগ এবং বজ্রপাত থেকে পরিবেশের সুরক্ষায় চট্টগ্রামের লিও ক্লাব অব চিটাগাং হিলভিউর উদ্যোগে ২৪ সেপ্টেম্বর শনিবার মঘাদিয়া ইউনিয়নে মীরসরাই ইকোনোমিক জোন সড়ক, আবুতোরাব-সাধুরবাজার সড়ক ও পূর্ব মলিয়াইশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ সড়কে চার’শ অধিক তালের চারা ও আঁটি রোপণ করা হয়েছে। উক্ত প্রোগ্রামে উপস্থিত অতিথিরা হিলভিউ ক্লাবের ভূয়সী প্রশংসা করে আরো বলেন, বজ্রপাতে বাংলাদেশে প্রাণহানির ঘটনা দিন দিন বাড়ছে। তালগাছ বজ্রপাত প্রতিরোধসহ প্রাণহানি কমাতে সহায়ক ভূমিকা পালন করে। পরিবেশ রক্ষায় নানান কর্মসূচী গ্রহণ ও দুর্যোগ মোকাবিলায় হিলভিউ ক্লাবের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহবান জানান। হিলভিউ ক্লাব পরিবেশের ভারসাম্য রক্ষায় তালের চারা রোপনের যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এছাড়া উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম খুলশীর ভাইস প্রেসিডেন্ট লায়ন রাশেদা আক্তার মুন্নি, লিও জেলা ৩১৫ বি৪ এর প্রেসিডেন্ট লিও ইরফান মোস্তফা, লিও জেলা সেক্রেটারি ও লিও ক্লাব অব চিটাগাং হিলভিউর সম্মানিত ডিরেক্টর লিও ওমর ফারুক, লিও জেলা ট্রেজারার লিও শওকত হোসেন, জিএলটি জেলা কো-অর্ডিনেটর লিও জায়েদ হোসেন, আরডি হেডকোয়ার্টার (রিপোর্টিং)-১ লিও দীপ্ত দে, জেলা জয়েন ট্রেজারার এস এম মেহেদী হাসান, লিও ক্লাব অব চিটাগং হিলভিউর সভাপতি লিও আল মামুন জিসান, ভাইস প্রেসিডেন্ট লিও আলী হায়দার চৌধুরী, সেক্রেটারি লিও সাজিদ হাসান নকিব, ট্রেজারার লিও ইফরাত চৌধুরী, জয়েন্ট ট্রেজারার লিও তানবীর হোসেন আসিফ, জয়েন্ট ট্রেজারার লিও একরাম হোসেন তুহিন, টেইল টুইস্টার সজীব দেব নাথ, স্পোর্টস চেয়ারম্যান জোনায়েদ হোসেন এবং সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন সাজিদ উল্যাহ, মিফতাহুল, কামরুল সহ আরো অনেকে।