শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশিষ্ট ধান-চাল ব্যবসায়ী গোপাল চন্দ্র সাহার উদ্যোগে অসহায়-দরিদ্র সনাতন ধর্মালম্বী মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে শহরের তিনানী বাজার এলাকার নিজ বাসায় পূজার উপহার হিসেবে শাড়ি বিতরণ করেন তিনি। ওইসময় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রতিবছরের ন্যায় এবারও বস্ত্র বিতরণ করছি। আজ আমার বাবা-মা বেঁচে থাকলে আজ অনেক খুশি হতেন। আমার স্বর্গীয় মা-বাবার জন্য সবাই প্রার্থনা করবেন। বস্ত্র বিতরণকালে অন্যান্যের মধ্যে গোপাল চন্দ্র সাহার স্ত্রী সন্ধ্যা রানী সাহা, ছেলে চন্দন কুমার সাহা, পুত্রবধূ অঙ্কিতা সাহা কথা, গোবিন্দ চন্দ্র সাহা, ইসকনের পুরোহিত অপূর্ব জগন্নাথ দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন এক হাজার অসহায়-দুঃস্থ হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে বস্ত্র হিসেবে শাড়ি বিতরণ করা হয়।