মঠবাড়িয়ায় জাতীয় পার্টি (জাপা) নেতা শফিকুল ইসলামকে কুপিয়ে পা বিছিন্ন করার প্রতিবাদে ও অভিযুক্ত সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় পৌরসভার সম্মুখ সড়কে বিক্ষোভ শেষে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষাভ ও মানব বন্ধনে জাতীয় পাটির নেতা কমী ও বিক্ষুব্ধ এলাকাবাসি অংশ নেন। এ মানব বন্ধনে জাতীয় পার্টির সভাপতি নুরুজ্জামান লিটনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফজলুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুকু, প্রভাষক মোতালেব হোসেন, ফারুক হোসেন, জাপা নেতা হিরু শরীফ, উপজেলা যুব সংহতির সভাপতি মিজানুর রহমান দুলাল, স্বেচ্ছা সেবক পার্টির আহবায়ক আঃ রহমান আল নোমান, যুব সংহতির সাংগঠনিক সম্পাদক সাব্বির মৃধা, পৌর যুব সংহতির সভাপতি আলমগীর হোসেন, পা বিচ্ছিন্ন হওয়া শফিকুলের বাবা আইয়ুব আলী সহ অনেকে। বক্তারা বলেন, জাপা নেতা শফিকুল ইসলামের ওপর নৃশংস হামলা মধ্যযূগীয় বর্বরতাকে হার মানিয়েছে। এ নৃশংস হামলায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবী জানান। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে মোটর সাইকেল যোগে তুষখালী থেকে মঠবাড়িয়ার আসার পথে জমি ও ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা শফিকুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় দুর্বৃত্তদের কোপে শফিকুলের পেটের ভুড়ি বের হয়ে যায় এবং বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। এঘটনায় আহত শফিকুলের মা মমতাজ বেগম বাদি হয়ে বৃহস্পতিবার রাতে ৭ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।