কুড়িগ্রামের উলিপুর উপজেলা শিক্ষা বিভাগের পক্ষ থেকে জেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষা অফিসার/২০২২, মোঃ ফরহাদ হোসেন খন্দকার তাঁর নানাবিধ উদ্বোধনী ধারণার পাশাপাশি “বিদ্যালয়ে জমিদাতা সদস্যের নামে সম্মাননা প্রদান অবহিত সভার আয়োজন করা হয়। রবিবার (০২ অক্টোবর) বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মোঃ ফরহাদ হোসেন খন্দকার (এইউইও) প্রস্তাবনায় অনুষ্ঠিত উক্ত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন- বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি দীপক কুমার সরকার। বিদ্যালয়ের জমিদাতা’র সম্মাননা পুরস্কার প্রবর্তনে এলাকার বিদ্যানুরাগী মানুষের মাঝে আরো শিক্ষা প্রতি আগ্রহ সৃষ্টি হবে। অনুষ্ঠানে উদ্ভাবনী ধারণার প্রস্তাবক সহকারি উপজেলা শিক্ষা অফিসার জনাব ফরহাদ হোসেন খন্দকার শিক্ষা বিস্তারের নানাবিধ উদ্ভাবনী বিষয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বিদ্যালয়ে মান সম্মত শিক্ষা বিস্তারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির ভূমিকার প্রতি অধিকতর গুরুত্ব আরোপ করে “ বিদ্যালয়ের জমিদাতা সদস্যের নামে সম্মাননা পুরস্কার প্রবর্তণ’ বিষয়ক কর্মশালার কার্যক্রম বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রাশেদা বেগৃম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সমিতি’র সভাপতি জাহাঙ্গীর হোসেন, উলিপুর বিশেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা নেগম, তবকপুর ইউপি সদস্য সুশান্ত মন্ডল, এসএমসি সদস্য বিজয় কুমার বর্ম্মণ, তাপস কুমার ব্রজবাসি, কামরুজ্জাৃান, দীপক কুমার বসনিয়া ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময়ে এলাকার বিভিন্ন পেশার লোকজন উপস্থত ছিলেন।