বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিগঞ্জ আঞ্চলিক কমিটি উদ্যোগে পা বিকলাঙ্গ প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান করা হয়। শনিবার সন্ধ্যায় হুইল চেয়ার ২ টি বাউশিয়া উন্নয়ন সমিতি মার্কেটে মানবাধিকার কমিশন কার্যালয় আনুষ্ঠানিকভাবে গজারিয়া ইউনিয়নের নাগেরচর গ্রামের দ্বীন ইসলাম এর মেয়ে মোসাম্মদ দিয়া(১০) এবং হোসেন্দী ইউনিয়নের নতুন চর গ্রামের রবিউলের ছেলে রায়হান(১৬) এর পক্ষে হুইল চেয়ার প্রতিবন্ধীর মা-বাবা নিকট হুইল চেয়ার হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী ,বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিগঞ্জ আঞ্চলিক কমিটির নির্বাহী সভাপতি গোলাম কিবরিয়া মোল্লা, সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন,বাংলাদেশ মানবাধিকার কমিশন গজারিয়া উপজেলা সভাপতি,ও বাউসিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, এভিপি ও মিডিয়া সাব-এডিটর এম সালাউদ্দিন সেলিম, গজারিয়া উপজেলার সাবেক সাধারন সম্পাদক সারওয়ার আহম্মদ ফরাজী, বাংলাদেশ মানবাধিকার কমিশন গজারিয়া উপজেলা মহিলা ইউনিটের সভাপতি অধ্যাপক ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার, সহ মানবাধিকার কর্মীরা। এসময় বক্তারা মানবাধিকার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশ মানবাধিকার কমিশন গজারিয়া উপজেলা সভাপতি মিজানুর রহমান প্রধান বলেন মানবাধিকার কমিশন জাতীয় সকল দিবসে, সকল ধরনের অনুষ্ঠান অংশগ্রহণ করেনকার্যকরী ভূমিকা পালন করেন, অসহায়, নিরীহ নির্যাতিত দরিদ্র, দুস্থ মানুষের পাশে থেকে আইনি সহায়তা দেয়, এবং বিগত করোনাকালীন সময়ে হ্যান্ড স্যানিটাইজার মাক্স খাদ্য সামগ্রী বিতরণ করে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।