শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

বাংলা হোপের ১৬৪ এতিম শিশুদের মাঝে পুলিশ সুপার

মোসলেম উদ্দিন হিলি (দিনাজপুর) :
  • আপডেট সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২

উন্নতমানের খাবার ও সেলাই মেশিন নিয়ে বাংলা হোপ এর ১৬৪ জন অসহায় এতিম শিশুদের মাঝে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুরে-আলম। আইডিএলসি নামের একটি বে-সরকারি সেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করেন তিনি। রবিবার (২ অক্টোবর) সন্ধ্যায় জয়পুরহাট জেলার পাঁচাবিবি উপজেলার হাজরাপুর গ্রামে অবস্থিত বাংলা হোপের হলরুমে এতিম শিশুদের মাঝে এসব খাবার এবং সেলাই মেশিন তুলে দেন তিনি। হোপের নির্বাহী পরিচালক সুচিত্রা সরেনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পুলি সুপার মোহাম্মদ নুরে আলম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) ইসতিয়াক আলম, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব, আইডিএলসির এরিয়া ম্যানেজার খন্দকার সজিব আহমেদ, বাংলা হোপের অর্থ বিভাগের প্রধান ড. লিটন প্রসাদ মৌয়ালী। বক্তব্যে পুলিশ সুপার বলেন, আমি এখানে এসে মুগ্ধ হয়ে গেছি। ক্ষণিকের জন্য হলেও এসব অসহায় এতিম নিঃপাপ শিশুদের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। আমি অবাক হচ্ছি ১ থেকে ১৮ বছর বয়সী শিশু কিশোর এখানে অতি যতেœ রয়েছে। সামনে উপস্থিত প্রত্যেকটি এতিম শিশুর মুখের ছবি আমার হৃদয়ে একে ফেলেছি। আমি আছি তোমাদের পাশে, যতদিন থাকবো জয়পুরহাটে। তিনি বাংলা হোপের সকল কর্মকর্তাকে আরও বলেন যেকোন সমস্যা আমাকে বলবেন, আমি সার্বিক সহযোগিতা করবো। এসময় এতিম শিশুরা তাদের বাংলা হোপের পক্ষ থেকে নিত্য ও গান পরিবেশন করে দেখান জেলা পুলিশ সুপারকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com