রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে বিতাড়িত করতে হবে-মাফরুজা সুলতানা মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম ১৬ বছর বঞ্চিতদের এবার অগ্রাধিকার ভিত্তিতে বইমেলয় স্টল বরাদ্দের দাবি ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ: প্রধান উপদেষ্টা সেন্টমার্টিন: ‘স্থানীয়দের জীবিকা বনাম পরিবেশ রক্ষা’ আ. লীগ-জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে: মির্জা ফখরুল

সিনেমা মুক্তির দিনেই মারা গেলেন ‘গুডবাই’ অভিনেতা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

বলিউডের বর্ষীয়ান অভিনেতা-প্রযোজক অরুণ বালি মারা গেছেন। শুক্রবার (৭ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৭৯ বছর। এদিন মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা ‘গুডবাই’। এই সিনেমায় অভিনয় করেছেন অরুণ বালিও। নিয়তির দুঃখজনক পরিহাস, নিজের সিনেমা মুক্তির দিনেই পৃথিবীকে গুডবাই জানালেন তিনি। তার প্রয়াণে বলিউডবাসী শোকাহত।
‘গুডবাই’ সিনেমায় অরুণ বালির সঙ্গে কাজ করেছেন নন্দিত অভিনেত্রী নীনা গুপ্তা। এর আগেও তারা একাধিক প্রজেক্টে একসঙ্গে কাজ করেছিলেন। ভারাক্রান্ত হৃদয়ে নীনা বললেন, “গুডবাই অরুণ বালি। ‘পরম্পরা’ সিরিজে আমার প্রথম দিনের শুটিং আপনার সঙ্গে ছিলো। আমি ভাগ্যবান যে, কিছুদিন আগেও আপনার সঙ্গে ‘গুডবাই’ সিনেমায় কাজ করেছি।” অরুণ বালি নব্বই দশক থেকে বলিউডে কাজ করেছেন। বহু দর্শকপ্রিয় সিনেমায় তাকে দেখা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- ‘সৌগন্ধ’, ‘রাজু বান গায়া জেন্টলম্যান’, ‘খলনায়ক’, ‘ফুল অউর অঙ্গার’, ‘মাসুম’, ‘সত্য’, ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘থ্রি ইডিয়টস’, ‘রেডি’, ‘বারফি’, ‘পিকে’, ‘এয়ারলিফট’, ‘বাঘি’, ‘কেদারনাথ’ ইত্যাদি।
টেলিভিশনেও তিনি অসংখ্য সিরিয়ালে কাজ করেছিলেন। প্রযোজক হিসেবে তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। জানা গেছে, অরুণ বালির দুই কন্যা যুক্তরাষ্ট্রে বসবাস করেন। শনিবার (৮ অক্টোবর) সকাল নাগাদ তারা মুম্বাই ফিরবেন। এরপরই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন করা হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com