গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ ও ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ। শনিবার দুপুর ১২ টায় আইডিবি’র সভাপতি ইঞ্জিনীয়ার এ কে এম এ হামিদ ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ খবির হোসেনের নেতৃত্বে দেশের বিভিন্ন জেলার সহ¯্রাধিক ডিপ্লোমা ইঞ্জিনীয়ার টুঙ্গিপাড়ায় পৌঁছেন এবং জাতির পিতার সমাধিবেদীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা সেখানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ ১৫-আগস্টে শাহাদাৎবরণকারী সকল শহীদের আত্মার শান্তি কামনায় পবিত্র ফাতেহাপাঠ, দোয়া ও মোনাজাত করেন। আইডিইবি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনীয়ার মোঃ শামসুর রহমান এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেব, গোপালগঞ্জ জেলা আইডিইবি’র সভাপতি বি এম ইসানুল কবির ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম খান সহ অন্ত:ত ৬২টি ব্যানারে বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া, বিকেল সাড়ে ৩টায় আইডিইবি গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে গোপালগঞ্জ শহরে শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘শেখ হাসিনার ভিশন-২০৪১ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, ও আইডিইবি’র কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনীয়ার এ কে এম এ হামিদ। সভাপতিত্ব করেন আইডিইবি গোপালগঞ্জ শাখার সভাপতি বি এম ইসানুল কবির। অনুষ্ঠানে আইডিইবি গোপালগঞ্জ জেলা শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।