শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন

পাবনায় গত ১০ দিনে ৩টি ছিনতাইয়ের ঘটনায় অস্ত্রসহ ৪ আসামী গ্রেফতার ছিনতাই টাকা উদ্ধার

মোবারক বিশ্বাস পাবনা
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

পাবনা শহরে আলোচিত গুলি করে পৃথক ৩টি টাকা ছিনতাইয়ের ঘটনায় ছিনতাই চক্রের ৪ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ৩টায় পাবনার পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপার, মোঃ আকবর আলী মুন্সী জানান, গত ২২ সেপ্টেম্বর থেকে শুরু করে ৪ অক্টোবর পাবনা সদরে গুলি করে ৩টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব ঘটনায় পাবনা সদর থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়। এরপর পাবনা ডিবি পুলিশসহ পুলিশের একাধিক গোয়েন্দা সংস্থা ছিনতাইকারীদের ধরতে অভিযান নামে। এতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পাবনা শহরের বাংলা ক্লিনিকের গলিতে জনৈক দেলোয়ার এর বসত বাড়ীর ভাড়াটিয়ার নিচ তলায় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল, পিস্তল, গুলি, মোবাইল ও জামা কাপরসহ ছিনতাইকারীর মুল পরিকল্পনাকারী মাসুদ রানা(৩২) কে গ্রেফতার পুর্বক কোর্ট হাজতে প্রেরন করে। পরে পাবনা থানা পুলিশ আসামীর রিমান্ডের আবেদন করলে আদালত ৪দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে গ্রেফতারকৃত মাসুদ রানা পাবনায় ৩টি ছিনতাইয়ের কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থান থেকে আরো ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগদ ৩লাখ ৮৩ হাজার টাকা, ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ছিনতাই কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন ও জামাকাপর উদ্ধার করেন। গ্রেফতারকৃতরা হলেন, পাবনা সদর থানার মালঞ্চি ইউনিয়নের মোঃ ইউসুফ আলীর ছেলে মাসুদ রানা, গাইবান্ধা জেলার আল আমিন(৩৬), ঢাকা সাভার থানার ইব্রাহিম খান ওরফে মোর্শেদ খান ওরফে মামা(৪৯), বাগের হাট জেলার শরনখোলা থানার আব্দুর রহিম(৩২)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানার হত্যা, অস্ত্র, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। উল্লেখ্য ৩টি ছিনতাইয়ের ঘটনায় ১২ লাখ টাকা ছিনতাইসহ ২জনকে গুলিবিদ্ধ করে আহত করে ছিনতাইকারীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com