জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি হিন্দুত্ববাদী বিজেপিকে নিশানা করে বলেছেন, সবচেয়ে বেশি পরিবারতন্ত্র ও দুর্নীতি বিজেপিতে। তিনি রোববার জম্মু শহরের গান্ধীনগরে দলীয় সদর দফতরের বাইরে কর্মীদের একটি সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। এই সময়ে তিনি বিজেপি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করেন। পার্সটুডে
জম্মু-কাশ্মীর সফরের সময়ে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এখানে তিন পরিবারের শাসন নিয়ে কটাক্ষ করেন। সেই প্রসঙ্গে মেহেবুবা বিজেপি নেতা-নেত্রীদের সন্তানদের কথা উল্লেখ করে বলেন, ‘সবচেয়ে বেশি পরিবারতন্ত্র ও দুর্নীতি বিজেপিতে। অমিত শাহের ছেলে জয় শাহ, যিনি ব্যাট ধরতেও জানেন না, তিনি ‘বিসিসিআই’-এর সেক্রেটারি পদে রয়েছেন এবং রাজকুমারের মতো জীবনযাপন করছেন। ক্রিকেটে তার অবদান কী? এটাও বলা উচিত। তিনি আরও বলেন, অনুরাগ ঠাকুর, ধর্মেন্দ্র প্রধান, নির্মলা সীতারমণ, অরুণ জেটলির ছেলে, সবই পরিবারতন্ত্রের উদাহরণ।’ তিনি বলেন, বিজেপি জম্মু থেকে মুখ্যমন্ত্রী করার প্রতিশ্রুতি দিচ্ছে। তাহলে তারা কেন জম্মুর কোনো নাগরিককে লেফটেন্যান্ট গভর্নর, মুখ্যসচিব বা রাজ্যের লেফটেন্যান্ট গভর্নরের উপদেষ্টা করেননি? মেহবুবা মুফতি এ প্রসঙ্গে বলেন, ‘সম্প্রতি জম্মু-কাশ্মীরে এসেছিলেন অমিত শাহ। তিনি বলেছেন, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া হয়েছে। এবার হিন্দু, মুখ্যমন্ত্রীর মুকুট পরবেন। আমি তাকে জিজ্ঞাসা করি কেন তারা জম্মুর কোনো ব্যক্তিকে লেফটেন্যান্ট গভর্নর করলেন না? কেন তারা উত্তর প্রদেশ, বিহার থেকে কাউকে এনেছে? জম্মুতে কী কোনো হিন্দু নেই, যিনি লেফটেন্যান্ট গভর্নর বা মুখ্যসচিব হওয়ার যোগ্যতা রাখেন? এমনকী জম্মু-কাশ্মীরে ব্যাঙ্কের চেয়ারম্যানও জম্মু-কাশ্মীরের বাইরের? তারা (বিজেপি) অন্তত ড. করণ সিংকে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর বানাতে পারত।’
মেহেবুবা বলেন, ‘বিজেপি নিজেকে একক বৃহত্তম দল বলে বর্ণনা করে। এটি সবচেয়ে ধনী দলও। কোথা থেকে এলো সেই টাকা? ওরা কৃষকদের ঋণ মওকুফ করে না। কিন্তু আম্বানি ও আদানির মতো বড় শিল্পপতিদের ঋণ মওকুফ করে। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হল বিজেপি। সরকারের পতন ঘটাতে তারা লাখ লাখ টাকা খরচ করে এমনকী বিধায়কও কিনে নেয়। এই টাকা কোথা থেকে আসে’ বলেও মন্তব্য করেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি।