শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন

সুব্রত সাংমার খুনিদের বিচারের দাবীতে দুর্গাপুরে প্রতিবাদ সভা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আ‘লীগের সহ-সভাপতি বঙ্গবন্ধু পরিষদ উপজেলা কমিটি সাংগঠনিক সম্পাদক আদিবাসী নেতা সুব্রত সাংমা‘র হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষনা দিয়েছেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি। শুক্রবার বিকেলে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। বিজয়পুর গ্রামে সুব্রত সাংমার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পন শেষে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন মিয়া, সাংগঠনিক সম্পাদক আকরাম আলী মন্ডল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আহম্মদ মড়ল, যুবলীগ নেতা নূর নবী, মাসুদ সরকার, মো. শাহীন মিয়া, মোঃ সাইফুল ইসলাম সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগন। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক প্রার্থী সাদ্দাম আকঞ্জি বলেন, সুব্রত সাংমা শুধুমাত্র একজন জনপ্রতিনিধি নয় তিনি ছিলেন কুল্লাগড়া ইউনিয়নের গণ-মানুষের নেতা। সুব্রত সাংমাকে এই অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী আউয়াল ও তার ভাই সুটার শামীম এবং বদি সহ অন্যান্যরা মিলে হত্যা করেছে। এই কুখ্যাত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত আমরা ও আ‘লীগের নেতাকর্মীরা মাঠ ছাড়বো না। তিনি আরো জানান, গত ৮ অক্টোবর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুব্রত সাংমার মৃত্যুর খবর শুনে আমি তাৎক্ষণিক ছুটে যাই। স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এমপি‘র নির্দেশনায় দুর্গাপুরে লাগাতার কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের আহবান জানাই। যুবলীগের প্রায় শতাধিক নেতাকর্মী ঐদিন আ‘লীগের সাথে একত্রিত হয়ে বিভিন্ন সড়ক অবরোধ সহ বিক্ষোভ মিছিল পালন করে। বর্তমানে আব্দুল আউয়াল ও শুটার শামীম কে গ্রেফতার করা হলেও বেশ কয়েকজন খুনি বাহিরে অবস্থান করছে। যুবলীগ ও আওয়ামীলীগের কর্মীরা এখনো মাঠে আছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। আলোচনা শেষে শোকাহত পরিবারের সমস্যায় পাশে সব সময় থাকার আশ্বাস দেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com