স্বাধীন দেশ, এ স্বাধীন দেশে এখনো আমাদের মৃত থাকতে হয়। স্বাধীনতার পরেও আমাদের যুদ্ধ করতে হয়। স্বাধীনতা বিরুধী শক্তিরা সুযোগ পেলেই আমাদেরকে ছোবল মারবে। ২১ আগষ্ট বোমা হামলা করে শেখ হাসিনাকে হত্যা করে আ’লীগকে চিরতরে শেষ করে দিতে চেয়েছিল তারা। আর কত যুদ্ধ করবো, এবার কিস্তু সর্বশেষ যুদ্ধ, এটা হলো ভোটের যুদ্ধ। আমরা যদি বঙ্গবন্ধুর কন্যার হাতকে দুর্বল করে, ক্ষমতায় আসার পথটা নষ্ট করে দেই। তাহলে দেশের কোটি কোটি মানুষেরই ক্ষতি হবে । যেই মানুষগুলি এক সময় খেতে পারতো না, বিদ্যুৎ ও শিক্ষা ছিল না। যেই মানুষ গুলি স্বাধীন দেশে থেকেও স্বাধীনতার স্বাদ পাচ্ছিলনা। রাজাকার আল-বদর আমাদের হত্যা করে মা বোনদের ইজ্জাত লুন্ঠন করেছিল। শেখ হাসিনা তাদের বাংলা মাটিতে বিচার করেছেন। দেশের মানুষ এখন না খেয়ে থাকেনা। শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা কি ভুলে যাবেন এই উন্নয়নের কথা। আমরা সবাই ভোট দিয়ে শেখ হাসিনা কে ক্ষমতায় আনবো। শেখ রাসেল সব সময়ই আমাদের কাছে ছোট। কারণ সে বড় হওয়ার সুযোগ পায়নি। গাছ সবুজ হওয়ার আগেই সেই ফুল ঝড়ে গেছে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা, জাংগালিয়া ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার দুপুর জাংগালিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে শেখ রাসেলের শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন। ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল পালের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ.এম. আবু বকর চৌধুরী, পৌর মেয়র এস. এম রবিন হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন প্রধান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মবিন খান উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান এস.এম. আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি এস.এম. আলমগীর হোসেন, কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান প্রমুখ।