নেত্রকোনার দুর্গাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের জন্য দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উপজেলা প্রাশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ মাকসুদা আক্তার রিমি। অন্যদের মধ্যে আলোচনা করেন, প্রবীণ রাজনীনিবীদ দুর্গাপ্রসাদ তেওয়ারী, বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াহেদ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহঃ অধ্যাপক আব্দুল আজিজ, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা সামিউল ইসলাম, সাবইন্সপেক্টর সাদেকুজ্জামান, বিজিবি প্রতিনিধি নুর মোহাম্মদ প্রমুখ। কর্মশালায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও বিজিবি প্রতিনিধি, শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীগন, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এবং অপব্যবহার রোধে তাদের নানাবিধ প্রস্তাবনা ও পরিকল্পনা তুলে ধরেন।