নীলফামারী জেলায় দুর্যোগ মোকাবেলা করতে জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান পরিকল্পনা গ্রহণ করেছে তারই অংশ হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গতকাল বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বর সহ চত্তরের আশপাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে উক্ত কর্মসূচি পালন করেছে। নিজ হাতে এসব বৃক্ষরোপণ করেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার। এসময় সেলিনা আক্তার বলেন, বৈশ্বিক উষ্ণতা, বন্যা, খড়া ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ হতে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সেই সাথে তিনি আরও বলেন, আসুন আমাদের বাড়ির আশ পাশে খালি যায়গা ফেলে না রেখে বিভিন্ন জাতের গাছ লাগাই। গাছ লাগালে বৃক্ষসম্পদ বৃদ্ধি পাবে এবং পরিবেশও সুন্দর হবে এবং তার পাশাপাশি অক্সিজেন সরবরাহের ব্যবস্থা হবে। বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা মনোয়ারা বেগম, প্রশিক্ষক রফিক আহমেদসহ দলনেত্রী ও কমান্ডারগণ।