শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

জামালপুরে বিদ্যুৎ সংযোগের অভাবে তিন গ্রামের মানুষের চরম দুর্ভোগ

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২

জামালপুর নির্বাহী প্রকৌশলী অফিসের আওতাধীন বিদ্যুৎ সংযোগের অভাবে প্রায় ২হাজার হেক্টর কৃষি জমি সেচকার্য্যসহ ক্ষুদ্র ও মাঝারী শিল্প এবং তিনটি গ্রামের প্রায় সহ শতাধিক আবাসিক গ্রাহকগণ বিগত ৮মাস যাবত বিদ্যুৎ বঞ্চিত হয়ে চরম দৃর্ভোগ পোহাচ্ছেন। জানাযায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,বিক্রয় ও বিতরণ বিভাগ, জামালপুরের আওতাধীন ৫নং ফিডার থেকে ২০১৮সালে ৭নংচর থেকে ৬নংচরের পূর্বপাড়া, গোয়ালপাড়া ও পয়েস্তি গ্রামে ১১ কেভিএ বিদ্যুৎ লাইন নির্মাণ করে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। গত বন্যায় বৈদ্যতিক ৩টি খুঁটি হেলে পড়ায় ৬নংচরের তিনটি গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ বিভাগ। পরবর্তি বৈদ্যতিক লাইনটি পুর্ণ মেরামত করা হলেও বিগত ৮মাস যাবত একটি খুঁটিতে বিদ্যুৎ সংযোগ না দেয়ায় ৬নংচরের তিনটি গ্রামের প্রায় ২হাজার হেক্টর কৃষি জমি সেচকার্য্যসহ ক্ষুদ্র ও মাঝারী শিল্প এবং প্রায় সহ শতাধিক আবাসিক বৈধ গ্রাহক বিদ্যুৎ বঞ্চিত হয়ে চরম দৃর্ভোগ পোহাচ্ছেন।ফলে বিদ্যুৎ বঞ্চিত হয়ে এলাকাবাসির পক্ষে মো. রেজাউল এবং শফিকুল ইসলামসহ ৭৪জন স্বাক্ষরিত পৃথক পৃথক আবেদনপত্র চেয়ারম্যান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং প্রধান প্রকোৗশলী, ময়মনসিংহ অঞ্চল বরাবরে প্রেরণ করাসহ নির্বাহী প্রকৌশলী কাছে একাধিকবার মিনতি করেও সুফল পায়নি তারা। ভূক্তভোগিদের অভিযোগ, বৈধ বিদ্যুৎ গ্রাহক,হওয়ার সত্ত্বেও তারা দীর্ঘ ৮মাস যাবত বিদ্যুৎ সংযোগ না পেয়ে তাদের কৃষি ফসল উৎপাদন ব্যাহত হওয়াসহ বিশাল এলাকাটি অন্ধকারে নিমজ্জিত রয়েছে। সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে ঐ এলাকায় শত শত একর জমিতেধান, আলু, বেগুন, মরিচ শাকসবজি, টাল তরিতরকারি, টমোটু, ভোট্রা ও সরিষার আবাদ সবুজে সমারোহ হয়েছে। কিন্তু এসব ফসল উৎপাদনে আগামী দিনগুলোতে কৃষি সেচ অতিব জরুরী। খোঁজ নিয়ে দেখা গেছে হেলে পড়া বৈদ্যতিক খুঁটি পুর্ণ মেরামত করে সচল করা হয়েছে,শুধু ১১ কেভিএ একটি খুঁটিতে ৩ তার সংযোগ (জাম্পারিং) করা বাকি রয়েছে। ৩ তার সংযোগ করা হলেই এলাকাটি বিদ্যুৎতায়িত হবে। অথচ জামালপুরের নির্বাহী প্রকৌশী কর্তৃক ৩তার সংযোগ (জাম্পারিং) না দিয়ে তিনি ৬নং চরে ১১ কেভিএ ৮খুঁটি নতুন লাইন নির্মাণ কাজ শুরু করেছেন। এবিষয়ে ৬নংচরের কৃষক মো. রেজাউল, শফিকুল ইসলাম, নায়েব আলী, আমজাদ হোসেন, সোজা মিয়া,মানিক সেক, মিদুল মন্ডল অভিযোগ করে বলেন, বিক্রয় ও বিতরণ বিভাগ জামালপুরের নির্বাহী প্রকৌশলী উৎপল কুমার সাহা এর কাছে বারংবার সংযোগ চেয়ে আবেদন নিবেদন করেও দীর্ঘ দিন যাবত তারা বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না। ফলে বিদ্যুৎতের অভাবে তাদের এলাকায় প্রায় ২হাজার হেক্টর ফসলী জমির রবি ও খরিফ শস্য,উৎপাদন ব্যাহতসহ তিনটি গ্রাম অন্ধকারে নিমর্জ্জিত রয়েছে। এ ব্যাপারে বিক্রয় ও বিতরণ বিভাগ জামালপুরের নির্বাহী প্রকৌশলী উৎপল কুমার সাহা এর কাছে জানতে চাইলে তিনি, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গত ব্যন্যায় খুঁটি হেলে যায় তাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। সংযোগ প্রদানে পদক্ষেপ নেয়া হবে বলে জানান। এ বিষয়ে তারা উর্দ্ধতন কর্তৃপক্ষসহ মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com