বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন, এই প্রতিপাদ্য নিয়ে, গলাচিপা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে, ৫ নভেম্বর/২২ শনিবার উপজেলা কমপ্লেক্স বঙ্গবন্ধু বেদিতে, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে, দিবসের শুভ সূচনা করে এক বর্নাঢ্য র্যালী মিছিল বের করে। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সমবায় দিবসের শুভ উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুঃশাহিন শাহ।বিশেষ অতিথি ছিলেন, আ’লীগের সহ সভাপতি হাজী মুজিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ আকরামুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব হাসান শিবলী, প্রেস ক্লাব সভাপতি মুঃ খালিদ হোসেন মিলটন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃকামরুল আহসান মিয়া।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক সমিত কুমার দত্ত মলয়। আলোচনা সভায় প্রধান অতিথি, উপজেলা চেয়ারম্যান মুঃ শাহিন শাহ বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল, একটি সুখী সমৃদ্ধি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। সমৃদ্ধ সমাজ গঠনে “সমবায় “একটি অন্যতম কার্যকর পদ্ধতি। যাতে আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সকল ক্ষেত্রে সমবায়ীদের আন্তরিক ভাবে, সমবায়ের মাধ্যমে, দেশকে ও নিজেদের কে উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সমবায়ী সদস্য-সদস্যারা ও গন-মাধ্যম কর্মীরা অংশ নেয়।