শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

কুড়িগ্রামে দুদকের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২

কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রকর আয়োজনে এবং জেলা দুর্নীতি দমন কমিশন দুদকর সহযোগিতায় ১৮জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রকর সভাপতি এ কে এম সামিউল হক নান্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জাহাঙ্গীর আলম, জেলা দুপ্রকর সাধারণ সম্পাদক হার¤œন-অর-রশীদ মিলন প্রমুখ। আলোচনাসভা শেষে জেলার সততা সংঘের মেধাবী ১৮জন শিক্ষার্থীকে ৬হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮ হাজার টাকা ও উপকরণ হিসেবে ব্যাগ, ছাতা, জ্যামিতি বক্স, স্কেল, খাতা, টিফিন বক্স, পানির বোতল, কলমদানী ও একটি করে পার্স বিতরণ করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com